সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বোরো ধান আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা
- আপডেট সময় : ০১:৫১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বোরো ধান আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের আশা করছেন চাষিরা। তবে ধানের ন্যায্যমুল্য নিয়ে আশংকায় তারা।
উল্লাপাড়া উপজেলার প্রতিটি মাঠে এখন শুরু হয়েছে বোর ধান রোপন।বীজতলা থেকে চারা উত্তোলন, ট্রাক্টর বা পাওয়ার টিলার দিয়ে জমি চাষ, চারা রোপন, সেচ ও সার প্রয়োগ। এসব নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। অনেকে আগাম জাতের উচ্চ ফলনশীল ধানের চারা রোপন করেছেন। আবার কেউ কেউ ব্যস্ত জমি প্রস্তুত করতে। বর্তমানে বিস্তীর্ণ ফসলের মাঠ যেন ধানের কচি চারার সবুজ গালিচা। হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করে সকাল থেকে সন্ধা পর্যন্ত যেন দম ফেলার ফুসরত নেই তাদের। কৃষকের পাশাপাশি কাজ করতে ব্যস্ত কৃষাণীরাও।
সার,কীটনাশকের ন্যায্য মুল্য আর আবহাওয়া যদি অনুকুলে থাকে তাহলে বাম্পার ফলনের আশা করছেন চাষিরা। তবে হাড়ভাঙ্গা পরিশ্রম আর খরচ মিলিয়ে ধানের ন্যায্যমুল্য কতটুকু পাওয়া যাবে তাই নেয়ে দুশ্চিন্তায় কৃষকরা। বীজতলা পরিচর্যা থেকে ধান কাটা পর্যন্ত চাষিদের সহযোগিতার পাশাপাশি কৃষকদেরকে লাইন করে ধানের চারা লাগাতে পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। এ বছর উল্লাপাড়ায় ৩০ হাজার ২৪০ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।