সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে দাদা ও নাতির মৃত্যু
- আপডেট সময় : ০৫:৪৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে গিয়ে সড়কে প্রাণ হারালো চাঁদপুরের দুই পরীক্ষার্থী। এসময় দু’জন আহত হয়। সকালে সদর উপজেলার চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষের হাটে মিয়ার বাজারে এ ঘটনা ঘটে। এছাড়া কুষ্টিয়ার ভেড়ামারা ও সদর উপজেলায় আলাদা সড়ক দূর্ঘটনায় আরো ২জনের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানায়, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিতে স্ত্রীকে নিয়ে চাঁদপুরে যাওয়ার পথে হাজিগঞ্জ থেকে আসা সিএনজি চালিত স্কুটারটির সাথে সিমেন্ট ও ইটবাহী পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় একজন। আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নেয়া হলে সেখানে আরো একজনের মৃত্যু হয়।
ভোরে কুষ্টিয়া শহরতলীর মোল্লাতেঘড়িয়া এলাকায় সিএনজির ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। হাইওয়ে পুলিশ ও পরিবার জানা যায়, ভ্যানচালক মোসলেম প্রতিদিনের মতো ভ্যান নিয়ে ফজরের আজানের সময় বাড়ী থেকে বের হওয়ার পর পথে সিএনজির সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এসময় মাথায় আঘাত পেয়ে মারা যান তিনি।
এছাড়া গতরাতে কুষ্টিয়া ভেড়ামারার ১২মাইলে ক্রেনের ধাক্কায় শ্যামলী পরিবহনের যাত্রী সিহাব উদ্দিন মারা গেছেন। হাইওয়ে পুলিশে এস আই মতিয়ার রমহান বিষয়টি জানিয়েছেন।
এদিকে সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে দাদা ও নাতির মৃত্যু হয়েছে। দুপুরে ঢাকা-ঈশ্বরদী রেলপথে ক উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এ দূর্ঘটনা ঘটে ।
নিহতরা রায়দৌলতপুর ইউনিয়নের কাজিপুরা গ্রামের বাসিন্দা। জিআরপি থানার এসআই আতাউর রহমান জানান, দাদা আব্দুল মান্নান তার নাতি জুনায়েদকে নিয়ে আত্মীয়ের বাড়ীতে যাওয়ার সময় রেল সড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে যায়। পরে ময়নাতদন্ত করা হয়।