সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ইউনিয়নে ১৪৪ ধারা জারী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ইউনিয়নে ১৪৪ ধারা জারী করেছে স্থানীয় প্রশাসন। একই স্থানে একই সময়ে পরিষদ ফোরাম ও পৌর ছাত্রলীগ পাল্টাপাল্টি কর্মসূচি ডাকায় উপজেলার চালা বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় এই আদেশ দেয়া হয়।
বুধবার সন্ধায় বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুর রহমান এ নিষেধাজ্ঞা জারী করেন। উপেজলার এ্যাসিল্যান্ড শিবানী সরকার জানান, চালা বাস স্ট্যান্ড এলাকায় উপজেলা ইউনিয়ন পরিষদ ফোরাম মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে। একই সময় একই স্থানে পৌর ছাত্রলীগও মানববন্ধন কর্মসূচি আহবান জানায়। একই সময় একই স্থানে দুইগ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশংকায় চালা বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারী করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ থাকবে।