সিরাজগঞ্জের রায়গঞ্জে ৪টি দোকানে অগ্নিকান্ডে পুড়ে গেছে প্রায় অর্ধকোটি টাকার মালামাল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২১:২৩ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের রায়গঞ্জে ৪টি দোকানে অগ্নিকান্ডে প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অগ্নিকাণ্ড থেকে প্রায় এক কোটি টাকার মালামাল উদ্ধার করেছে।
ভোরে উপজেলার চান্দাইকোনার পাবনা বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ইউনিট প্রধান মোস্তাফিজুর রহমান ও ক্ষতিগ্রস্থ পলাশ বীজ ভান্ডারের স্বতাধীকারী পলাশ চন্দ্র জানান, পাশের দোকান দুলাল হাওয়ালদারের বেকারী থেকে বিদ্যুতের সর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সুত্রপাত ঘটে। এবং তা মুহুর্তের মধ্যে তার ও বেকারীর দোকানসহ ৪ দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।