সিরাজগঞ্জের শাহজাদপুরসহ ১৩টি ইউনিয়নে তলিয়ে গেছে ২০০ একর ফসলী জমি
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
যমুনাসহ চার নদীতে পানি বাড়ায় সিরাজগঞ্জের শাহজাদপুরসহ ১৩টি ইউনিয়নে তলিয়ে গেছে ২০০ একর ফসলী জমি।
সিরাজগঞ্জে যমুনা, করতোয়া, বড়াল ও হুড়াসাগর নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় শাহজাদপুর উপজেলার পৌরসভা ও ১৩ ইউনিয়নের নদী তীরবর্তী ও নিমাঞ্চলে আবাদ করা প্রায় ২’শ বিঘা জমির বোরো ধানসহ রবি শস্য তলিয়ে গেছে পানিতে। ফলে কৈজুরি, সোনাতনী, গালা ও জালালপুর ইউনিয়ন চরাঞ্চলের কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেকে পানি থেকে কাঁচা ধান কেটে গবাদি পশুকে খেতে দিচ্ছেন। অনেকে আবার মাড়াই করে কিছু চাল রক্ষার চেষ্টা করছেন। পানি বেড়ে ডুবে গেছে নদী তীরবর্তী তিল, বাদাম ও কাউন ক্ষেতও।
যমুনাসহ চার নদীতে পানি বাড়ায় সিরাজগঞ্জের শাহজাদপুরসহ ১৩টি ইউনিয়নে তলিয়ে গেছে ২০০ একর ফসলী জমি।