সিরামের করোনা ভ্যাকসিন সরকারি টিকাদান কর্মসূচির পাশাপাশি রপ্তানি করা যাবে : ভারত
- আপডেট সময় : ০৮:৪৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
সিরাম ইনস্টিটিউটের করোনা ভ্যাকসিন সরকারি টিকাদান কর্মসূচির পাশাপাশি বাংলাদেশসহ সব দেশে রপ্তানি করা যাবে বলে জানিয়েছে ভারত সরকার। বলছে, যে দুটি কোভিড ভ্যাকসিনকে তারা জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র দিয়েছে, সেই দুটি রপ্তানি করতে কোনও নিষেধাজ্ঞা জারি হয়নি।
একই সঙ্গে ভারতের সিরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী অফিসার আদার পুনাওয়ালার যে বক্তব্য নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছিল, তিনিও গনমাধ্যমকে জানিয়েছেন, ভারতে বা বিদেশে বেসরকারি কোন সংস্থার কাছে টিকা বিক্রি না করতে পারলেও যে কোনও দেশের সরকার পরিচালিত টিকাদান কর্মসূচির জন্য তাদের তৈরি ভ্যাকসিনটি রপ্তানির ওপরে কোনও নিষেধাজ্ঞা নেই। সেই হিসাবে বাংলাদেশের কাছে টিকা রপ্তানি করতে কোনরকম বাধা থাকছে না। কারণ বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা গনমাধ্যমকে জানিয়েছেন, ভারত থেকে কোভিড টিকা আনার ব্যবস্থাটি বেসরকারি প্রতিষ্ঠান বেক্সিমকো করলেও টিকাদান কর্মসূচির অর্থায়ন ও পরিচালনা সরকারই করবে।