সিরিজে এগিয়ে যাওয়ার মিশনে রাতে মাঠে নামবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
সিরিজে এগিয়ে যাওয়ার মিশনে রাতে মাঠে নামবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল। ব্রিজ টাউনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
প্রথম ম্যাচ ৯ উইকেটের বড় ব্যবধানে জিতলেও, শেষটিতে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টি-টুয়েন্টিতে ১ রানের রুদ্ধশ্বাস জয়ে সিরিজে সমতা আনে ইংল্যান্ড। এবার একে অপরকে ছাড়িয়ে যাওয়ার মিশনে নামবে। ইনজুরি কাটিয়ে এ ম্যাচে মাঠে ফিরতে পারেন ইংল্যান্ডের ব্যাটিং অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন। তবে, স্পটলাইট থাকবে শেষ ম্যাচে ব্যাটে-বলে পারফর্ম করা মঈন আলীর উপর। টপ-অর্ডারদের বাটিং ব্যর্থতা ভুগিয়েছে ক্যারিবিওদের। তবে এ ম্যাচে তারা ঘুরে দাঁড়াবে এমন প্রতাশা নিয়েই মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় টি-টুয়েন্টিতে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামার সম্ভাবনা রয়েছে স্বাগতিকদের।