সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
- / ১৫৩২ বার পড়া হয়েছে
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড।
বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে আফগানিস্তান। ইনিংসে সর্বোচ্চ ৫৯ রান আসে উসমান ঘানির ব্যাট থেকে। এছাড়া ইব্রাহিম জাদরান করেন ১৮ বলে ২৯ রান। জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে আয়ারল্যান্ড। পল স্টারলিং ও এ্যান্ডি ব্যালবার্নির ওপেনিং জুটিতে আসে ৬১ রান। স্টারলিং ৩১ করে ফিরে গেলেও ফিফটি তুলে নেয় আইরিশ অধিনায়ক ব্যালবার্নি ও লরকান টাকার। পরে শেষ ওভারের নাটকীয়তায় ১ বল হাতে রেখেই জয় তুলে নেয় আয়ারল্যান্ড। নবীন উল হকের করা শেষ ওভারে ১৩ রানের সমীকরণে ৫ বলেই মিলিয়ে ফেলে আইরিশ ব্যাটাররা।