সিরিজের ষষ্ঠ টি-টুয়েন্টিতে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
সিরিজের ষষ্ঠ টি-টুয়েন্টিতে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এ জয়ে সিরিজ ৩-৩ সমতায়।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। তবে ম্যাচের হাল ধরেন অধিনায়ক বাবর আজম। এক প্রান্ত আগলে রেখে একাই ম্যাচে বাঁচিয়ে রাখেন দলকে। বাবরের অপরাজিত ৮৭ রানে ভর করে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে পাকিস্তান। এই ইনিংসের সুবাদে আর্ন্তজাতিক টি-টুয়েন্টিতে ৩০০০ রানের মাইলফলক স্পর্শ করেন পাকিস্তান অধিনায়ক। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই পাকিস্তানি বোলারদের উপর চড়াও হয় ইংলিশ ব্যাটাররা। ১৪ ওভার ৩ বলে মাত্র ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ইংল্যান্ড।