সিরিয়া উপকূলে অভিবাসী ও শরণার্থী বহনকারী নৌকা ডুবে ৩৪ জন নিহত
- আপডেট সময় : ০৭:৪৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
সিরিয়া উপকূলে লেবানন থেকে আসা অভিবাসী ও শরণার্থী বহনকারী নৌকা ডুবে ৩৪ জন নিহত হয়েছেন। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। জীবিত উদ্ধার ২০ জনকে তার্তাউসের বাসেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
তার্তাউসের গভর্নর আবদুল হালিম খলিল তাঁদের দেখতে গেছেন। বেঁচে ফেরাদের বরাত দিয়ে সিরিয়ার পরিবহন মন্ত্রণালয় বলেছে, লেবাননের উত্তরাঞ্চলীয় মিনিয়েহ অঞ্চল থেকে গত মঙ্গলবার ১২০ থেকে ১৫০ জন যাত্রী নিয়ে নৌকাটি এসেছিল। বন্দরের মহাপরিচালক সামের কুবরুসলি বলেন, সমুদ্র উত্তাল এবং ঝোড়ো বাতাসের কারণে প্রতিকূল পরিস্থিতিতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। অর্থনৈতিক সংকটে পড়া লেবানন ছাড়তে লেবানিজ, সিরীয় ও ফিলিস্তিনিদের মধ্যে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার চেষ্টা ব্যাপকভাবে বেড়েছে। শুধু লেবাননেই হাজারো মানুষ চাকরি হারিয়েছেন। লেবানিজ মুদ্রার মান প্রায় ৯০ শতাংশ পড়ে গেছে। ক্রয়ক্ষমতা হারিয়ে মারাত্মক দারিদ্র্যের মধ্যে দিন কাটছে দেশটির অনেক
পরিবারের।