সিরিয়ায় বর্বরোচিত হত্যাকাণ্ডের তথ্য গোপনের চেষ্টা যুক্তরাষ্ট্রের
- আপডেট সময় : ০১:১০:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
সিরিয়ায় উগ্র জঙ্গিগোষ্ঠী দায়েশের কথিত আস্তানায় হামলার অজুহাতে ২০১৯ সালে মার্কিন বাহিনী পর পর দুই দফা বিমান হামলা চালিয়ে ৭০ নারী ও শিশুকে হত্যা করেছিল। তখন মার্কিন কর্তৃপক্ষ বিষয়টি প্রকাশ না করে গোপন করেছে বলে গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ২০১৯ সালের ১৮ মার্চ সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আল-জোর প্রদেশের বাগুজ শহরের কাছে ওই বিমান হামলা চালানো হয়।
হামলার সময় অপারেশন্স সেন্টারে উপস্থিত থাকা মার্কিন বিমানবাহিনীর এক আইনজীবী মনে করেন, ওই হামলায় ‘যুদ্ধাপরাধ’ সংঘটিত হয়েছে। পরে
তিনি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ইন্সপেক্টর জেনারেল এবং মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনীবিষয়ক কমিটিকে বিষয়টি অবহিত করেন। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি দায়সারা তদন্ত প্রতিবেদন দেয়। মধ্যপ্রাচ্যে মোতায়েন সামরিক বাহিনীর তত্ত্বাবধানকারী মার্কিন সেন্ট্রাল কমান্ড এই ভয়াবহ গণহত্যাকে ‘বৈধ আত্মরক্ষা’ বলে সাফাই দিয়েছে। উগ্র জঙ্গিগোষ্ঠী আইএসকে দমনের অজুহাতে ২০১৪ সালে সিরিয়ায় আগ্রাসন চালায় আমেরিকা। তবে আইএসকে দমনের পরিবর্তে মার্কিন সেনারা এই জঙ্গিগোষ্ঠীকে সার্বিক সহযোগিতা দিয়েছে বলে অভিযোগ রয়েছে।