সিরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী
- আপডেট সময় : ১০:০৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিবে মধ্যরাতে সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। ওই হামলায় সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের শীর্ষ নেতা আবু ইব্রাহিম আল-হাশিমি আল-কুরাইশি নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি বলেছেন, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের অধীন মার্কিন বিশেষ অভিযান বাহিনী উত্তর-পশ্চিম সিরিয়ায় একটি সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে। জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিদের বিরুদ্ধে ওই অভিযানে ছয় শিশু ও চার নারীসহ ১৩ জন নিহত হন। বৃহস্পতিবার এক বিবৃতিতে বাইডেন বলেন, মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে আইএস নেতা ইব্রাহিম আল-হাশিমি আল-কুরাইশি নিহত হয়েছেন। ইরাকের নাগরিক আবু ইব্রাহিম আল-হাশিমি আল-কুরাইশি আন্তর্জাতিক এই সন্ত্রাসী গোষ্ঠীকে নেতৃত্ব দিচ্ছিলেন বলে পশ্চিমা গণমাধ্যমের খবরে বলা হয়। ২০১৯ সালের অক্টোবরে সিরিয়ায় মার্কিন অভিযানে আইএসের প্রধান আবু বকর আল-বাগদাদি নিহত হওয়ার পর তিনি নেতৃত্বে আসেন বলে বলা হয়ে থাকে।