সিলেট ও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে
- আপডেট সময় : ০৩:৫৪:০০ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪
- / ১৬৬১ বার পড়া হয়েছে
সিলেট ও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে সিলেট নগরীর উপশহরসহ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা কাটেনি। আর কুড়িগ্রামে পানি কমার সাথে-সাথে দেখা দিয়েছে নদী ভাঙ্গন। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হয়ে ভেসে উঠতে শুরু করেছে ডুবে যাওয়া রাস্তাঘাট, বাড়িঘর। জেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকা থেকে নামতে শুরু করেছে পানি। তবে নগরীর উপশহরসহ কয়েক এলাকায় জলাবদ্ধতা কাটেনি। এদিকে..সুরমা ও কুশিয়ারাসহ সব নদ-নদীর পানি কমলেও ৪ পয়েন্টে সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ক্রমশ স্বাভাবিক হচ্ছে যোগাযোগ ব্যবস্থা।
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, দুধকুমার, ধরলা, তিস্তাসহ সব নদ-নদীর পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে দেখা দিয়েছে নদী ভাঙন।চর, দ্বীপচর ও নিম্নাঞ্চল থেকে পুরোপুরি পানি না নামায় দুর্ভোগে রয়েছে মানুষের। তলিয়ে আছে গ্রামীণ সড়ক। তলিয়ে গেছে ফসলের ক্ষেত। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘন্টায় কুড়িগ্রামের নদ-নদীর পানি হ্রাস পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমার সাথে সাথে এসব নদ-নদীর বেশ কিছু পয়েন্টে শুরু হয়েছে ভাঙ্গন।