সিলেট শহরের বিভিন্ন স্থানে গড়ে উঠা অবৈধ স্টোন ক্রাশার মেশিন ধ্বংসে অভিযান
- আপডেট সময় : ০৫:১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০
- / ১৭৬৮ বার পড়া হয়েছে
আবাসিক এলাকায় পরিবেশের জন্যে ক্ষতিকর সিলেট শহরের বিভিন্ন স্থানে গড়ে উঠা অবৈধ স্টোন ক্রাশার মেশিন ধ্বংসে অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। ১ম দফায় ২৩ টি ক্রাশার মেশিন বন্ধ করা সহ প্রায় ১ কোটি ১২ লাখ টাকার যন্ত্রাংশ নষ্ট করা হয় এবং জব্দকৃত পাথর প্রায় ৯৫ লাখ টাকায় বিক্রয় করেছে ভ্রাম্যমান আদালত।
সিলেট নগরীর কদমতলী,কুচাই,মুক্তিরচক-মিরেরচক এলাকার সুরমা নদীর দুই তীরে অবৈধ ভাবে গড়ে উঠেছে অনেকগুলো স্টোন ক্রাশার মেশিন। শাহপরাণ থানার পাশেই এসব অবৈধ ক্রাশার মেশিন থাকলেও কোন পদক্ষেপই ছিল না পুলিশ প্রশাসনের।এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। অবৈধ এসব স্টোন ক্রাশার মেশিনের ফলে যেমন ছিল শব্দ দূষণ,তেমনি পরিবেশ দূষণে ভুক্তভোগী স্থানীয়রা।
অবশেষে টনক নড়ে পরিবেশ অধিদপ্তরের। গত সোমবার থেকে শুরু হয় অভিযান।১ম দফায় বিনষ্ট করা হয় ২টি ব্লাকহেড নৌকা, ৩০ টি ডিজেল ইঞ্জিন এবং ২৩ টি ছোট বড় ক্রাশার মেশিন। জব্দ করা ১ লাখ ৩০ হাজার ঘনফুট পাথর বিক্রি করা হয় ৯৪ লাখ ৩০ হাজার টাকায়।
পরিবেশ অধিদপ্তর জানায়,জেলার সব গুলো অবৈধ ক্রাশার মেশিনের তথ্য সংগ্রহের কাজ চলছে। একই সাথে এই অভিযান চলমান থাকবে।
আগামীতেও পরিবেশ রক্ষায় প্রশাসন আরো সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা স্থানীয়দের।