সিলেট-৩ আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- আপডেট সময় : ০১:৫০:১২ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
সিলেট-৩ আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়। একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। এই আসনের ১৪৯টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ চলছে। তবে ভোটার উপস্থিতি একেবোরেই কম ।
সিলেট-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান নৌকা প্রতীকে, জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান লাঙ্গল প্রতীকে, বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ডাব প্রতীক এবং বিএনপির কেন্দ্রীয় সদস্য স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী মোটর গাড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।এর আগে গত বৃহস্পতিবার মধ্যরাতে শেষ হয়েছে উপ-নির্বাচনের প্রচার-প্রচারণা। বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নির্বাচনি এলাকায় নজরদারি বৃদ্ধি ও চৌকি বসিয়েছেন। বিজিবি সদস্যরা সশস্ত্র টহল দিচ্ছেন। এছাড়া ভোটগ্রহণকালে প্রতিটি ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে–স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছে। চলতি বছরের ১১ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ-চৌধুরী মারা যাওয়ায় শূন্য হয় আসনটি।