সিলেটে অক্সিজেন সিলিন্ডারের কৃত্রিম সংকট সৃষ্টি
- আপডেট সময় : ০৫:৩৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
সিলেটে সিন্ডিকেটের মাধ্যমে অক্সিজেন সিলিন্ডারের কৃত্রিম সংকট সৃষ্টি করছে কিছু অসাধু ব্যবসায়ী। ৫ হাজার টাকার সিলিন্ডার ১৫ থেকে ২৫ হাজার টাকায়ও পাওয়া যাচ্ছে না। অনেকে একাধিক সিলিন্ডার মজুদ রেখে ভাড়া দিয়ে অতিরিক্ত টাকা আদায় করছে। এ বিষয়ে কিছুই জানেন না সিভিল সার্জন। সিলেট থেকে আবু বকর আল আমিনের প্রতিবেদনে বিস্তারিত।
গত এক মাস ধরে সিলেটের সরকারি-বেসরকারি হাসপাতালগুলো করোনা রোগী নিয়ে হিমশিম খাচ্ছে। সাধারণ শয্যা, আইসিইউ এবং অক্সিজেন সরবরাহে সংকট দেখা দিয়েছে। গত এক বছরে ব্যক্তিগত ও সাংগঠনিক উদ্যোগে অনেকে বিনামূল্যে অক্সিজেন সেবা দিয়েছে।
জেলায় আক্রান্তের সংখ্যা বাড়ায় সে সেবা এখন সংকুচিত হয়ে গেছে। পরিস্থিতি প্রতিদিনই খারাপের দিকে যাচ্ছে। কোনো হাসপাতালে অক্সিজেন সেবা না পেলেই একটি সিলিন্ডারের আশায় দ্বারে দ্বারে ছুটছেন রোগীর স্বজনরা৷
স্বেচ্ছাসেবীদের অভিযোগ, পরিকল্পিতভাবে সিন্ডিকেটের মাধ্যমে অক্সিজেন সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধ রেখেছে কিছু অসাধু ব্যবসায়ী।
বেশি টাকায় কেনা বলে অতিরিক্ত দামে বিক্রি করছেন, দাবি ব্যবসায়ীদের।
এ বিষয়ে কিছুই জানেন না সিভিল সার্জন। প্রশাসনের দেখা উচিৎ বলে মন্তব্য করেন তিনি।
অক্সিজেন সংকট নিরসনে বাজার মনিটরিংসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।