সিলেটে আবার বাড়ছে নদ-নদীর পানি
- আপডেট সময় : ০২:৩৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
সিলেটে তিন দিনের টানা বৃষ্টিপাত ও উজানের ঢলে সুরমা, কুশিয়ারাসহ সব নদ-নদীর পানি আবার বেড়েছে। কুশিয়ারার পানি ২টি স্থানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্য নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই। এরই মধ্যে হাকালুকি পাড়ের সাতটি উপজেলার নিমাঞ্চল প্লাবিত হয়েছে। আবারও বন্যার আশংকায় উদ্বেগ-উৎকণ্ঠায় মানুষ। আরো ক’দিন বৃষ্টিপাতের কথা বলছে, সিলেট আবহাওয়া অফিস। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, পাহাড়ি ঢলে বাড়তে পারে নদ-নদীর পানি।
সিলেটে তিনদিনের ভারি বৃষ্টিপাত ও উজানে ভারতের মেঘালয়, আসাম ও ত্রিপুরা পাহাড়ি ঢলে সুরমা, কুশিয়ারা, সারি, পিয়াইন, মনু, ধলাই ও কণ্ঠি নদীর পানি বেড়েছে।এতে সিলেটের বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার ও মৌলভীবাজারের বড়লেখা,কুলাউড়া,জুড়ী ও রাজনগর উপজেলার কুশিয়ারার ২ তীর ও হাকালুকি হাওর পাড়ের নিমাঞ্চল প্লাবিত হয়েছে। মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের পানিধার ও দক্ষিণভাগ এলাকায় সড়ক ডুবে গেছে।
কুশিয়ারার পানি অমলশীদ, শেওলা, ফেঞ্চুগঞ্জ, কাশিমপুর ও শেরপুর এই পাঁচটি পয়েন্টে উদ্বেগজনক হারে বাড়ছে। একাধিক স্থানে বন্যা প্রতিরক্ষা বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
স্মরণকালের ভয়াবহ বন্যায় লন্ডভন্ড সিলেটসহ আশপাশের জেলার বিস্তির্ণ জনপদ। আগের বন্যার ধকল কাটতে না করতেই, আবারও নদ নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় মানুষের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা।
কুশিয়ারার শেরপুর ও কাশিমপুর পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আগামী ক’দিন সিলেট অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের কথা বলছে, আবহাওয়া অফিস।আর পানি উন্নয়ন বোর্ড বলছে, উজানে ভারীবর্ষণের সম্ভাবনা থাকায়, পাহাড়ি ঢলে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষার পাশাপাশি বন্যা কবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম জরুরি বলে মনে করেন সবাই।