সিলেটে এটিএম মেশিনের ২৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫০:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
সিলেটের ওসমানী নগরের ইউসিবি ব্যাংকের এটিএম মেশিনের লকার ভেঙ্গে ২৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি।
অভিযানে নেতৃত্ব দিয়েছে গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগ। দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, ধারাবাহিক অভিযানে রাজধানী ও হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থেকে ১০ লাখ ৮ হাজার টাকা, ছিনতাইয়ে ব্যবহৃত ২টি মোবাইল ফোন, ১টি ছুরি ও ১টি প্লাস জব্দ করা হয়।