সিলেটে কিডনী রোগীর সংখ্যা বাড়ছে
- আপডেট সময় : ০৫:৪৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
সিলেটে প্রতিদিনই বাড়ছে কিডনী রোগীর সংখ্যা। এসব রোগীদের বেশিরভাগই মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে দীর্ঘ দিন নির্মাণ ও পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করেছে। রোগ নিয়ে অবহেলা, নিম্নমানের চিকিৎসা ও বিতর্কিত হারবাল ওষুধ খাওয়ায় মৃত্যুর ঝুঁকি বাড়ছে তাদের। সচেতনতা বাড়লে রোগের প্রকোপ কমবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব মতে, ২০০৬ থেকে ২০১৫ তে দ্বিগুণ হয়েছে দেশে কিডনী রোগীর সংখ্যা। সচেতনতার অভাব, খরচের ভয় ও অবহেলার কারনে অনেকেরই কিডনী রোগ ধরা পড়ে শেষ পর্যায়ে। তাই, চাইলেও আর সম্ভব হয়না স্বাভাবিক জীবনে ফেরা। বাংলাদেশ কিডনি ফাউন্ডেশনের গত বছরের একটি প্রতিবেদন অনুযায়ী প্রতিবছর প্রায় ৩৫ হাজার মানুষের কিডনী রোগ ধরা পড়েছে শেষ পর্যায়ে।
মধ্যপ্রাচ্যে স্বল্পমূল্যের গ্রুপ বীমায় ব্যক্তি চিকিৎসায় গুরুত্ব কম দেয়া হয়। অনেকে আবার উচ্চমাত্রার এন্টিবায়োটিক খেয়ে এক পর্যায়ে ডায়বেটিস বাধায়। পরবর্তীতে তাদের কিডনী সমস্যা হয়। শ্রমিকরা দীর্ঘদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান না করায়ও, কিডনীজনিত সমস্যা হয়। মানুষের গুরুত্বপূর্ণ এই অঙ্গটি একবার নষ্ট হয়ে গেলে আর স্বাভাবিক হয়না।
ছোঁয়াচে নয় কিন্তু নীরব ঘাতক– এমন রোগের ব্যপারেও নিয়মিত সচেতনতা বাড়ানোর আহবান সংশ্লিষ্টদের।