সিলেটে দু’দিনেও লন্ডন প্রবাসী বাবা-ছেলের হত্যা রহস্য উদঘাটন হয়নি
- আপডেট সময় : ০৪:৫৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
সিলেটের ওসমানীনগরে লন্ডন প্রবাসী পিতা-পুত্রের মৃত্যুর দু’দিন হলেও এখনও রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। নিয়মিত মামলাও হয়নি। তবে অপমৃত্যুর মামলা হয়েছে জানিয়ে পুলিশ বলছে, অসুস্থরা সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং জড়িত কাউকে শনাক্ত করতে পারলেই নিয়মিত মামলা হবে। তবে দফায় দফায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান, সিলেট রেঞ্জের ডিআইজি।
সিলেটের ওসমানীনগরের তাজপুরে ৫ লন্ডন প্রবাসীকে অচেতন অবস্থায় উদ্ধারের পর নিহত রফিকুল ইসলামের দুই শ্যালকসহ ১২ স্বজনকে জিজ্ঞাসাবাদ করেছে থানা পুলিশ। কিন্তু রহস্যজনক এ ঘটনার কোন তথ্য উদঘাটন সম্ভব হয়নি এখনও। নিহত রফিকুল ইসলামের স্ত্রী হুসনেআরা বেগম ও ছেলে সাদিকুল ইসলাম সুস্থ হলেই রহস্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ময়নাতদন্ত শেষে পিতা-পুত্রের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করেছে পুলিশ। দ্রুত এ হত্যাকান্ডের বিচার দাবি করেছেন স্বজন ও প্রতিবেশিরা।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন নিহত রফিকুল ইসলামের স্ত্রী ও আরেক ছেলের শারীরিক অবস্থার এখনও তেমন উন্নতি হয়নি বলে জানালেন এই চিকিৎসক।
এদিকে..দফায় দফায় ঘটনাস্থল পরিদর্শন করছেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ বলেন, আটককৃতদের এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মেডিকেল রিপোর্ট পাওয়ার পর জব্দকৃত আলামতের বিচার বিশ্লেষণ করে ঘটনার কারণ উদঘাটন করা যাবে।
আহতদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। মাদকসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলে জানালেন ওসমানী হাসপাতালের পরিচালক।
চাঞ্চল্যকর এ ঘটনায় আহতরা সুস্থ হলেই অপরাধীদের চিহ্নিত করা যাবে এমন প্রত্যাশা সকলের।