সিলেটে নৃত্য গীতি কথা ও আবৃত্তিতে স্বাধীনতার মাসকে বরণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
সিলেটে নৃত্য, গীতি, কথা ও আবৃত্তিতে স্বাধীনতার মাসকে বরণ করলো সম্মিলিত নাট্য পরিষদ।
পরিষদের নেতৃবৃন্দ জানান, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন থাকবে। আর স্বাধীনতার মাসের প্রথম দিনে এমন আয়োজন নিয়মিত করার পরিকল্পনার কথাও জানান তারা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধনীতে নৃত্য পরিবেশন করেন নীলাঞ্জনা জুঁই। একে একে আবৃত্তি, সংগীত, নৃত্য পরিবেশন করে শ্রুতি, ছন্দনৃত্যালয়, নৃত্যশৈলীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।