সিলেটে পুলিশ হত্যাচেষ্টার অভিযোগে শাবিপ্রবির তিন’শ শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা
- আপডেট সময় : ০৪:৩৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে। তবে শান্তিপূর্ণ কর্মসূচির পক্ষে শিক্ষার্থীরা। এদিকে, ৩শ ছাত্রছাত্রীর বিরুদ্ধে পুলিশ হত্যা চেষ্টার অভিযোগ এনে মামলা হয়েছে। আলোচনা করে সমাধানের পথ খোঁজার পক্ষে শিক্ষকরা।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের কর্মসূচিতে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা। তবে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চলবে বলে ঘোষণা তাদের।
এদিকে বিশ্ববিদ্যালয়ের ৩শ’ শিক্ষার্থীর বিরুদ্ধে জালালাবাদ থানায় মামলা করেছে পুলিশ। আসামীদের বিরুদ্ধে অভিযোগ, কাজে বাধা, ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণ ও পুলিশকে হত্যার উদ্দেশে মারধর। সোমবার রাতে জালালাবাদ থানার উপ-পরিদর্শক….এসআই মোহাম্মদ আবদুল হান্নান বাদি হয়ে মামলা করেন।
শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার পক্ষে মত দিলেন শিক্ষক সমিতির সভাপতি।
রোববার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে উপাচার্যের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। গত সপ্তাহে বৃহস্পতিবার থেকে সংশ্লিষ্ট একটি হলের প্রভোস্টের পদত্যাগের দাবিতে প্রথম আন্দোলন শুরু হয় ক্যাম্পাসে।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অতিরিক্ত আর্মড পুলিশ মোতায়েন করা হয়।