সিলেটে বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হলো ‘ইউকে এডুকেশন এক্সপো-২০২২’
- আপডেট সময় : ০৯:৪৩:৪২ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
বৃটেনে উচ্চ শিক্ষা প্রত্যাশিদের জন্য সিলেটে বৃহৎ পরিসরে হলো ‘ইউকে এডুকেশন এক্সপো-২০২২’। এতে অংশ নেন বৃটেনের অর্ধ শতাধিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। বিদেশে উচ্চ শিক্ষায় আগ্রহীরা মেলায় অংশ গ্রহন করেন।
সিলেটের পাঁচ তারকা হোটেল গ্র্যান্ড প্যালেসে হলো আন্তর্জতিক মানের স্টুডেন্ট এডুকেশন এক্সপো-২০২২। মেধাবী শিক্ষার্থীদের বৃটেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ করে দিতে জাঁকজমক পূর্ণ পরিবেশে গ্রান্ড প্যালেসের ব্যাঙ্কুয়েট হলে শনিবার আয়োজন করা হয় দিনব্যাপী এই প্রদর্শনী।
স্টুডেন্ট কানেক্টের ব্যবস্থাপনায় প্রদর্শনীতে ব্রিটেনের নামদামী শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও দেশীয় প্রশিক্ষকরা অংশ নেন। তারা উৎসাহী শিক্ষার্থীদের কাছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি সংক্রান্ত তথ্যাদি ও কারিকুলাম তুলে ধরেন।
২০১০ সালে স্টুডেন্ট কানেক্টের পথ চলা শুরু। ২০১৮ সাল থেকে ঢাকার পাশাপাশি সিলেট ও চট্টগ্রামে একযোগে কার্যক্রম চালু হয়।
দেশের বাইরে ভারত,নাইজেরিয়া ও ঘানায় প্রতিষ্ঠানটির কার্যক্রম চলছে।
বিভিন্ন দেশের মেধাবীরা পুরো বিশ্ব ছড়িয়ে গেছে। স্টুডেন্ট কানেক্ট চায়, বাংলাদেশী মেধাবীরা উন্নত বিশ্ব দাঁপিয়ে বেড়াক।