সিলেটে সড়কের দুপাশের খাল ভরাট করে প্রভাবশালীদের বাড়ির রাস্তা ও স্থাপনা নির্মাণ
- আপডেট সময় : ০৫:১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
সিলেট সদর উপজেলার তেমুখি থেকে বাদাঘাট পর্যন্ত, প্রধান সড়কের দুপাশের খাল ভরাট করে বাড়ির রাস্তা ও স্থাপনা নির্মাণ করেছে প্রভাবশালীরা। এতে পানিবন্দি হয়ে পড়েছে দশ গ্রামের অর্ধ লক্ষাধিক মানুষ। সমস্যা সমাধানের দাবিতে এক মাসের আল্টিমেটাম দিয়েছে এলাকাবাসী। সড়ক ও জনপথ বিভাগ বলছে, দখলদারদের তালিকা করে সতর্ক করার পর খাল উদ্ধার অভিযান শুরু হবে।
বছরের বেশিরভাগ সময়ই পানিবন্দি থাকে সিলেট সদর উপজেলার তেমুখি-বাদাঘাট এলাকা। নতুন করে সিটি করপোরেশনে যুক্ত হলেও অবস্থার কোন উন্নতি হয়নি। প্রধান সড়কের দুপাশের খাল ভরাট করে বাড়ির পথ, দোকানসহ বিভিন্ন স্থাপণা তৈরি করেছে প্রভাবশালীরা। কেউ কেউ সরাসরি দেয়াল তুলে বন্ধ করে দিয়েছে পানি নিষ্কাশন ব্যবস্থা। দুর্ভোগের পাশাপাশি অকার্যকর হচ্ছে বিশাল এলাকার ফসলী জমি।
কয়েক বছর আগেও এমন জলাবদ্ধতা হয়নি। এটা খাল দখলের কুফল বলে মনে করেন, বিশিষ্টজনরা।
এ নিয়ে বড় ধরনের সংঘাতের আশংকা করছেন স্থানীয় জনপ্রতিনিধি।
সড়ক ও জনপথ বিভাগ বলছে, অবৈধ দখলদারের তালিকা তৈরি করা হয়েছে। খাল দখলমুক্ত হলে জলাবদ্ধতা কেটে যাবে।
পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা।