সিলেটের তিন উপজেলার ১৫টি ইউনিয়নে নৌকার ১০ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার
- আপডেট সময় : ১২:২১:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের তিন উপজেলার ১৫টি ইউনিয়নে নৌকার ১০ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ।
এরমধ্যে সিলেট সদর উপজেলার দু’টি ইউনিয়নে ৫ জন কোম্পানীগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়নে ৪ জন এবং বালাগঞ্জ উপজেলার ১টি ইউনিয়নে একজনকে বহিষ্কার করা হয়।সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট সদর উপজেলার ২টি ইউনিয়নের ৫ জন বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করায় জেলা আওয়ামী লীগ কর্তৃক গঠনতন্ত্রের ৪৭ ধারা ১১ উপধারা অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের কারণে সংশ্লিষ্টদের নিজ নিজ পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে সরাসরি বহিষ্কার করা হয়েছে। একই ধারায় কোম্পানীগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ৫ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার করে।