সিলেটের বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে চিকিৎসা সঙ্কট
- আপডেট সময় : ০৫:৪৯:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
সিলেটের বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে চিকিৎসা সঙ্কট। ডায়রিয়া, নিউমোনিয়াসহ পানি বাহিত রোগের প্রকোপ বেড়েছে, রোগী বাড়ছে স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে। নেই প্রয়োজনীয় ওষুধ। আগামী কয়েক দিনে এ পরিস্থিতি আরও বাড়তে পারে এমন আশঙ্কা করছে কর্তব্যরত চিকিৎসকরা। খাবার এবং পানির তিব্রতা আরও প্রকট হচ্ছে।
এক বছররে চোট্ট শিশু রিপাতকে নিয়ে নৌকায় করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে মা আম্বিয়া বেগম। গত দুই দিন থেকে ডায়রিয়া দেখা দিয়েছে। পেট থেকে রক্ত পড়ায় উপায় অন্ত না দেখে ডাক্তারের কাছে ছুটে এসেছেন বৃষ্টি মাথায় নিয়ে।
এমন আরও কয়েকশ শিশুকে জরুরি চিকিৎসা সেবা দিতে দেখা যায় স্থাস্থ্য কমপ্লেক্স চিকিৎসকদের। বলছেন স্বাভাবিক সময়ের চেয়ে কয়েকগুন বেড়েছে রুগির সংখ্যা।
গত ৩দিন ডায়রিয়ায় ভোগার পর রুমি এসেছে তার ৫৫ বছরের মা বিউটি বেগমকে নিয়ে।
ডায়রিয়ার, ঠান্ডা এবং পানি বাহিত রোগের সাথে বাড়ছে নিমোনিয়া রোগির সংখ্যা।
কর্তবরত চিকিৎসকরা বলছেন এমন পরিস্থিতি থাকলে আজকের পর আর চিকিৎসা সেবা দেবারমত ওষধ থাকবে না স্বাস্থ্য কেন্দ্রে।
হাসপাতাদের সামনে দেখাযায় এক বৃদ্ধার আহাজারি। বন্যা শুরুর পর খুজে পাচ্ছেনা তার সন্তানকে। দৃর্ঘপথ পাড়ি দেয় ছেলেকে খুজতে এসেছেন হাসপালে। কিন্তু পানির জন্য তারও যাবার উপায় নেই।
গ্রামের সব ওষদের দোকান বন্ধ। মহাসড়কের পাশে কিছু ওষদের দোকান জরুরি প্রয়োজনে আজ সকালে খুললেও অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায়, ডায়রিয়া এবং ঠান্ডা জনিত রোগের ওষধ।