সিলেটের বন্যায় ফসলের বড় ধরনের কোনো ক্ষতি হবে না : কৃষিমন্ত্রী
- আপডেট সময় : ০৮:২৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
- / ১৫৮১ বার পড়া হয়েছে
সিলেটের বন্যায় ফসলের বড় ধরনের কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তবে, আউশ ধানের ক্ষতি হতে পারে বলে মনে করেন তিনি। রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে কৃষি তথ্য সার্ভিস আয়োজিত বৈশ্বিক পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তায় কৃষি ও গণমাধ্যম শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।
দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় বর্ষা মৌসুমের ফসল প্রায়ই ক্ষতির সম্মুখীন হয়। এতে, খাদ্যর দাম ও চাহিদা ভারসাম্যহীন হয়ে পড়ে। গত ৫০ বছরে দেশের ২৫ শতাংশ কৃষি জমি কমে গেছে। এমন পরিস্থিতিতে খাদ্যের যোগান দেওয়াই হুমকি বলে সেমিনারে জানান, বক্তারা।
সেমিনারে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, সিলেটে বন্যায় ফসলের ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে। এরই মধ্যে প্রস্তুতি শুরু করা হয়েছে।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, রোহিঙ্গাদের বিনামূল্যে খাওয়াতে হচ্ছে। এক্ষেত্রে আলু খাওয়ানোর পরামর্শ দেন তিনি।
শুধু গবেষণা নয়, দেশের কৃষি খাতে বিনিয়োগ আরো বাড়াতে হবে বলে আলোচনা করেন সংশ্লিষ্টরা।