সিলেটের রায়হান হত্যা মামলা : পলাতক নোমানের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

- আপডেট সময় : ০৫:৪৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
সিলেটের রায়হান হত্যা মামলার পলাতক আসামী আব্দুল্লাহ আল নোমানের খোঁজ চেয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। সিলেটের মূখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আমিরুল ইসলাম এই নির্দেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার এমএ ফজল চৌধুরী জানান, পলাতক নোমানের মালামাল ক্রোক করতে হুলিয়া ও পরোয়ানা জারি করেছে আদালত।কোম্পানীগঞ্জ থানা পুলিশ তার বাড়িতে গিয়ে না পেয়ে প্রতিবেদন জমা দেয়। গেলো ৩০ সেপ্টেম্বর সিলেটের অতিরিক্ত মূখ্য মহানগর আদালতের বিচারক রায়হান হত্যা মামলার চার্জশিট গ্রহণ করেন। সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে মারা যান স্থানীয় রায়হান আহমেদ। মামলার আসামি করা হয় বরখাস্ত এসআই আকবর ভূঁইয়াসহ ৬ জনকে।