সীতাকুণ্ডে এক নারীকে শ্লীলতাহানির পর হত্যার দায়ে এক আসামীর মৃত্যুদণ্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
- / ১৫৩২ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় এক নারীকে শ্লীলতাহানির পর হত্যার দায়ে জসীমউদ্দীন বাপ্পি নামে এক আসামীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সেই সাথে এক লাখ টাকা জরিমানাও করা হয়।
দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জামিউল হায়দার এ রায় ঘোষণা করেন। এসময় আসামী আদালতে উপস্থিত ছিলো।মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৯ মার্চ সীতাকুণ্ডের কুমিরায় পাহাড়ে কাঠ আনতে গেলে ওই নারীকে একা পেয়ে আসামীরা শ্লীলতাহানির পর ছুরিকাঘাতে হত্যা করে। ঘটনার একদিন পর ওই নারীর ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়। ময়নাতদন্তে শ্লীলতাহানির পর হত্যার প্রমাণ মেলে। পরের দিন ৩০ মার্চ অজ্ঞাতদের আসামি করে সীতাকুণ্ড থানায় মামলা করেন ভুক্তভোগীর মেয়ে। পরে আসামি জসীম উদ্দীন বাপ্পিকে গ্রেফতার করে পুলিশ।