নাইক্ষ্যংছড়ির ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্র স্থানান্তর
- আপডেট সময় : ০৩:৩৭:২১ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫২৩ বার পড়া হয়েছে
সীমান্ত পরিস্থিতির কারণে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্র কক্সবাজারের উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। অংশ নিচ্ছে ৪১৯ জন পরিক্ষার্থী।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব জানান, রাতেই কুতুপালং উচ্চ বিদ্যালয় কতৃপক্ষকে পরীক্ষা গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়। ফলে সকালে উপজেলা প্রশাসন এবং উখিয়া থানার পক্ষ থেকে ব্যবস্থা করা বাসে পরিক্ষা কেন্দ্রে আসে শিক্ষার্থীরা। বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তীবরীজি জানান, সীমান্তের অস্থিতিশীল পরিস্থিতির কারণে এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের উৎকন্ঠা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল রাত সাড়ে ৮টার দিকে তুমব্রু সীমান্তের কোনাপাড়ার জিরো পয়েন্টের অস্থায়ী রোহিঙ্গা শিবিরে মিয়ানমার থেকে নিক্ষিপ্ত দুইটি মর্টার শেল বিস্ফোরণ ঘটে।