সীমান্ত হত্যা বন্ধে সরকারের কোনো উদ্যোগ নেই : রিজভী

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
- / ১৬৭৩ বার পড়া হয়েছে
সীমান্ত হত্যা বন্ধে সরকারের কোনো উদ্যোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
এসময় রিজভী অভিযোগ করেন, প্রতিদিনই সীমান্তে নিরীহ মানুষ হত্যা করছে বিএসএফ। অথচ, নিরস্ত্র মানুষ হত্যা বন্ধে সরকারের কোনো পদক্ষেপ নেই। তিনি আরও বলেন, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কর্মীদের দিয়ে, প্রতিনিয়ত বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করা হচ্ছে। ক্ষমতা কুক্ষিগত করতে বিরোধী নেতাকর্মীদের নিপীড়ন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। রিজভী জানান, ফরিদপুরে দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বিএনপি। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তে কমিটি গঠন করেছে দলটি।