শেল নিক্ষেপের ঘটনায় মিয়ানমারের দু:খ প্রকাশ : বিজিবি
- আপডেট সময় : ০৫:৪৬:১২ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
বান্দরবান সীমান্তে শেল নিক্ষেপের ফলে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে মিয়ানমার। এছাড়া, মাদক চোরাচালান ও রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। বাংলাদেশ-মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর বৈঠক শেষ এসব কথা জানান, টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
বৈঠকে অংশ নিতে সকালে টেকনাফ পৌঁছান মিয়ানমারের ৭ সদস্যের প্রতিনিধি দল। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শাহপরীর দ্বীপে বিজিবির সীমান্ত চৌকির বাংলোতে হয় পতাকা বৈঠক। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এবং মিয়ানমারের পক্ষে পিইন পিও। পরে, সংবাদ সম্মেলনে বিজিবি অধিনায়ক জানান, বান্দারবান সীমান্তে গোলা পড়ার ঘটনায় কড়া প্রতিবাদ জানানো হয়। জবাবে মিয়ানমার পক্ষ দু:খ প্রকাশের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির রোধে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেয়।