সুইস ব্যাংকে ৬৭ জনের অর্থ জমা নিয়ে তথ্য চাওয়া হয়েছে : মিলেছে ১ জনের তথ্য

- আপডেট সময় : ০৪:১৬:১৪ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশের ৬৭ জনের অর্থ জমা নিয়ে তথ্য চাওয়া হয়েছে। বিপরীতে মাত্র একজনের তথ্য পাওয়া গেছে বলে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট । বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চে এ সংক্রান্ত একটি প্রতিবেদন দাখিল করে রাষ্ট্রপক্ষ।
এর আগে গত বৃহস্পতিবার সুইস ব্যাংকে অর্থ জমা নিয়ে বাংলাদেশ সরকার কো নো তথ্য কেন চায় নি তা জানতে চান হাইকোর্ট। রোববারের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলেরও নিদের্শ দেওয়া হয় দুদক ও রাষ্ট্রপক্ষকে। এরই পরিপেক্ষিতে হাইকোর্টে এ প্রতিবেদন দাখিল করা হয়।
প্রতিবেদনে বলা হয়, সুইস ব্যাংকে বাংলাদেশের ৬৭ জনের অর্থ জমা নিয়ে তথ্য চাওয়া হলেও বিপরীতে মাত্র একজনের তথ্য জানিয়েছে সুইজারল্যান্ডের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট । বাকি ৬৬ জনের সম্পর্কে তারা কিছুই জানায়নি।