সুগন্ধা নদীতে লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ১ বছর আজ
- আপডেট সময় : ০৭:২১:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ১ বছর আজ। ভয়াবহ সেই রাতের কথা মনে করে এখনো আঁতকে ওঠে ভুক্তভোগীরা। এক বছর পার হলেও এখনো অনেক পরিবার খোঁজ পায়নি স্বজনদের। ঘটনার বিচার পাওয়া তো দূরে,শনাক্ত হওয়া মরদেহের ক্ষতিপুরণও পায়নি অনেকে।
গত বছরের ২৪ ডিসেম্বর ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নিহত হন ৪৯ জন। ঘটনার পর ২৫টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হলেও বরগুনা পোটকাখালী গণকবরে দাফন করা হয়েছে অজ্ঞাত পরিচয়ের ২৩ জনকে। তিন সন্তানের ছবি বুকে নিয়ে কেদে উঠেন সেই দিনের ভয়াল স্মৃতি মনে করে খলিল দম্পতি।
ঐ ঘটনায় দগ্ধ হয়েছেন শতাধিক যাত্রী। আর অজ্ঞাত পরিচয়ে দাফন করা ২৪টি মরদেহ শনাক্তের জন্য ৫১ জনের নমুনা সংগ্রহ করে সিআইডি। এই ২৩ জনের মধ্যে ১৬ জনের পরিচয় শনাক্ত হয়েছে সিআইডির ডিএনএ টেস্টে।
এক বছরেও শনাক্ত হওয়া মরদেহের কবরগুলো হস্তান্তর ও সরকারি সহায়তা না পাওয়ায় অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে তাই দ্রুত সহয়তার দাবী সচেতন মহলের।
শনাক্ত হওয়া মরদেহের কবরগুলো আদালতের মাধ্যমে স্বজনদের বুঝিয়ে দেয়া হবে। এছাড়া নিহত পরিবারদের শীগ্রই সহয়তার আশ্বাস দিলেন জেলা প্রশাসন।