সুতাসহ বিভিন্ন খাতে খরচ বাড়ায় বন্ধ হওয়ার পথে নরসিংদীর টেক্সটাইল শিল্প
- আপডেট সময় : ০৬:৪১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
- / ১৮৫৯ বার পড়া হয়েছে
সুতাসহ বিভিন্ন খাতে খরচ বেড়ে কমেছে কাপড়ের উৎপাদন, কমেছে চাহিদা।ফলে বন্ধ হওয়ার পথে নরসিংদীর টেক্সটাইল শিল্প। এই অবস্থায় ব্যাংক ঋণ পরিশোধসহ শ্রমিকের বেতন নিয়ে বিপাকে টেক্সটাইল মালিকরা। এভাবে চলতে থাকলে পুরোপুরি বন্ধ হয়ে যাবে সব টেক্সটাইল, এমনটাই শংকা তাদের।
দেশীয় কাপড়ের চাহিদার ৭০ ভাগ উৎপাদন হয় নরসিংদীতে। ছোট বড় মিলিয়ে জেলায় প্রায় দেড় হাজার টেক্সটাইল মিল রয়েছে। সবগুলো মিল এই মুহুর্তে হুমকির মুখে। সুতা ব্যবসায়ীদের সিন্ডিকেটের কৃত্রিম সংকটে সুতার দাম বাড়ানো, গ্যাস ও বিদ্যুতের বাড়তি বিল,এবং হঠাৎ কাপড়ের চাহিদা কমে যাওয়ায় বন্ধ হওয়ার পথে জেলার পুরো টেক্সটাইল শিল্প। সেই সঙ্গে যুক্ত হয়েছে রাজনৈতিক অস্থিতিশীলতা।
ব্যাংকের ঋণ ও শ্রমিকের বেতন পরিশোধ নিয়ে বেশী বিপাকে আছেন টেক্সটাইল মালিকরা। আটকে গেছে কোটি কোটি টাকার গ্রে কাপড়। এইভাবে চললে অচিরেই সব উৎপাদন থমকে যাবে বলে আশঙ্কা মালিকদের। ঋণের কিস্তি পরিশোধের সময় বাড়িয়ে দেয়াসহ বিভিন্ন খাতে খরচ কমানোর জন্য অভিভাবক সংগঠনসহ সরকারের কাছে দাবী জানিয়েছে টেক্সটাইল শিল্প মালিক সমিতি। শিল্প মালিকদের এই ক্রান্তিলগ্নে পাশে থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ব্যবসায়ী নেতারা। শিল্প মালিকদের এই সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নিবে সরকার এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।