সুদানের সাবেক প্রেসিডেন্টকে দুই বছর সংশোধনাগারে আটক রাখার আদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর আল বশিরকে দুর্নীতির দায়ে দুই বছর সংশোধনাগারে আটক রাখার আদেশ দিয়েছে খার্তুমের একটি আদালত।
দুর্নীতি ও বৈদেশিক মুদ্রা অবৈধভাবে দখলে রাখার দায়ে দোষী সাব্যস্ত হন তিনি। শনিবার রায় ঘোষণা করে বিচারক আল সাদিক আবদেল রহমান। বয়স বিবেচনায় ৭৫ বছর বয়সী বশিরকে কারাগারে না পাঠিয়ে সংশোধনাগারে পাঠানো হয়েছে। রায় ঘোষণার সময় তাকে আদালতে লোহার খাচার ভিতরে রাখা হয়েছিল। ১৯৮৯ সাল থেকে ক্ষমতায় ছিলেন সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশির। ২০১৯ সালের ১১ এপ্রিল সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন তিনি। জ্বালানি ও রুটির দাম বৃদ্ধির এক সরকারি ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষোভের সুযোগ নিয়ে তাকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বাসা থেকে ৭০ লাখ মিলিয়ন ইউরো, তিন লাখ ৫১ হাজার ডলার এবং ৫০ লাখ সুদানিজ পাউন্ড জব্দ করে কর্তৃপক্ষ।