সুনামগঞ্জে “আল্লাহু চত্বর” এর উদ্বোধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫২:২৫ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে মহান আল্লাহর গুণবাচক ৯৯টি নাম খচিত দৃষ্টিনন্দন “আল্লাহু চত্বর” এর উদ্বোধন করা হয়েছে।
চত্বরটির চারপাশে আরবি অক্ষরে লেখা আল্লাহর গুণবাচক ৯৯টি নাম রয়েছে। উপজেলার গোবিন্দনগর-বিনন্দপুর সড়কের লঞ্চঘাট এলাকায় স্থাপিত “আল্লাহু চত্বর” নির্মাণ করেছেন ছাতক উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। নিজস্ব অর্থায়নে ভূমি থেকে প্রায় ৪০ ফুট উচ্চতার স্তম্ভ রয়েছে। এ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থাপনাটি দেশে ইসলামী মূল্যবোধ বৃদ্ধির পাশাপাশি অপসংস্কৃতি বন্ধে অনুকরনীয় হয়ে থাকবে। দেশের প্রতিটি গুরুত্বপূর্ন পয়েন্টে এ ধরনের স্তম্ভ তৈরি করতে সরকারের প্রতি আহবান জানান তারা।