বিপদসীমার ১৭ সেন্টিমিটার উপর দিয়ে বইছে সুনামগঞ্জের সুরমা নদীর পানি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ-নদী ও হাওরের পানি বেড়ে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দি জেলার হাজার হাজার মানুষ। সুরমা নদীর পানি এখনো বিপদসীমার ১৭ সেন্টিমিটার উপর দিয়ে বইছে।
রাস্তা-ঘাট ভেঙে চরম দুর্ভোগে পড়েছে হাওরবাসী। সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, ছাতক, দোয়ারাবাজার, দিরাই ও শাল্লা উপজেলাসহ বিভিন্ন এলাকার বাসা-বাড়িতে পানি ঢুকেছে। থাকা-খাওয়াসহ নানা ভোগান্তিতে পড়েছে পানিবন্দী মানুষ। বিচ্ছিন্ন হয়ে পড়েছে জেলা থেকে চার উপজেলার সড়ক যোগাযোগ। বাড়ি-ঘর তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সঙ্কট। সব উপজেলার মাছের ঘের ভেসে গেছে। পাঁচ উপজেলার ২১৬টি প্রাথমিক বিদ্যালয়ে পানি ঢোকায় বিদ্যালয় সাময়িক বন্ধ করা হয়েছে। ২৮টি স্কুলে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র।