দক্ষিণাঞ্চলের শিল্পায়নের স্বার্থে সুন্দরবন ইন্ট্রাকো চুক্তি বাতিল না করলে ডিসেম্বরে কর্মসূচির ঘোষণা
- আপডেট সময় : ০৬:৩০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
- / ১৮০৮ বার পড়া হয়েছে
ভোলায় ঘরে ঘরে গ্যাস, গ্যাস ভিত্তিক শিল্প কারখানা ও দক্ষিণাঞ্চলের শিল্পায়নের স্বার্থে সুন্দরবন ইন্ট্রাকো চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকালে ভোলার শহরের বাংলাস্কুল মাঠে মহাসমাবেশ করেন। এসময় বক্তব্য রাখেন, ভোলার গ্যাস রক্ষায় দক্ষিনাঞ্চলের নাগরিক আন্দোলন কেন্দ্রীয় কমিটি আহবায়ক মোবাশ্বের উল্লাহ চৌধুরী, সদস্য ডা. মনীষা চক্রবর্ত্তীসহ অনেকে । সমাবেশে নেতারা বলেন, অতি দ্রুত সময়ের মধ্যে ভোলায় ঘরে ঘরে গ্যাস, গ্যাস ভিত্তিক শিল্প কারখানা ও দক্ষিণাঞ্চলের শিল্পায়নের স্বার্থে সুন্দরবন ইন্ট্রাকো চুক্তি বাতিলের বাতিল করতে হবে। ভোলাসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ভোলার গ্যাস ব্যবহার করে পরবর্তীতে অন্য জেলায় নেয়া যাবে।
এদিকে সমাবেশ শেষে বাংলাস্কুল মাঠ থেকে আন্দোলন কমিটির নেতারা ইন্ট্রাকো অফিস ঘেড়াও করতে যাওয়ার পথে বাংলা স্কুল মাঠেই পুলিশের বাঁধার মূখে পরে। নভেম্বর মাসের মধ্যে ইন্ট্রাকো চুক্তি বাতিল না করলে আগামী ডিসেম্বর মাসের বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন তারা।