সুন্দরবনে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ
- আপডেট সময় : ০৫:০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
- / ১৬৬৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন সম্প্রতি জানিয়েছেন, সুন্দরবনে একবার ব্যবহার হয় এমন প্লাস্টিক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷
এ ধরনের প্লাস্টিক ইতিমধ্যে বনের পরিবেশ ও জীববৈচিত্র্যের অনেক ক্ষতি করেছে বলে জানান তিনি৷
সরকারি বনরক্ষক আবু নাসের মোহসিন হোসেন বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘‘পর্যটকরা বনে যাওয়ার সময় প্লাস্টিকের পানির বোতল, একবার ব্যবহার হয় এমন প্লাস্টিকের খাবার প্লেট, সফট ড্রিংকসের বোতল ও ক্যান নিয়ে যান৷” এগুলো পরিষ্কার করা কঠিন বলে তিনি মন্তব্য করেন৷
সরকারি হিসেবে প্রতিবছর সুন্দরবনে প্রায় দুই লাখ পর্যটক যান৷ এছাড়া মাছ ধরতে জেলেরা আর মধু সংগ্রহকারীরা মাঝেমধ্যে বনে যান৷
পরিবেশবাদীরা সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন৷ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞানের অধ্যাপক মনিরুল খান বলেন, ‘‘সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে৷” তিনি বলেন, প্লাস্টিক দূষণের বিশালতা চোখে যতটা দেখা যায়, তার চেয়েও বেশি, কারণ, বন্যপ্রাণীরা অনেক সময় এসব প্লাস্টিক খেয়ে ফেলে৷
ইউনেস্কো ১৯৯৭ সালে সুন্দরবনের একটি অংশকে বিশ্ব ঐতিহ্যের অংশ ঘোষণা করে৷
সুন্দরবনের কাছে চালু হওয়া রামপাল বিদ্যুৎকেন্দ্রও সুন্দরবনের ইকোসিস্টেমের জন্য হুমকি বলে মনে করেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের মহাসচিব শরিফ জামিল৷ তিনি বলেন, ‘‘সরকারের উচিত বনের মধ্য দিয়ে যাওয়া নদী দিয়ে কয়লা পরিবহণ বন্ধ করা৷”
ডয়চে ভেলে