“সুপার এডিট” করে বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে: নিক্সন চৌধুরী
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
ভাবমূর্তি ক্ষুন্ন করতে খণ্ডিত এবং সম্পাদিত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবর রহমান নিক্সন চৌধুরী।
একই সঙ্গে তিনি আরো বলেন, নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের দায়ে তার বিরুদ্ধে মামলা করা হলে জেলা প্রশাসকের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেয়া উচিত। বিকেলে গেল ১০ অক্টোবর চরভদ্রাসন উপজেলা নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভাইরাল হওয়া বক্তব্যের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি আরো অভিযোগ করেন, সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতেই একটি মহল পরিকল্পিতভাবে তার বক্তব্য সুপার এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর উচিত জড়িতদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা।