সুপ্রিম কোর্ট বারের সভাপতি খোকন, সম্পাদক মঞ্জুরুল
- আপডেট সময় : ০৩:১৪:২৪ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
- / ১৭৯০ বার পড়া হয়েছে
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের নির্বাচনে সভাপতি পদে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ ৪টি পদে বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অন্যদিকে সম্পাদক পদে শাহ মঞ্জুরুল হকসহ ১০টি পদ গেছে আওয়ামী লীগের দখলে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এ ফলাফল ঘোষণা করেন।
এর আগে নির্বাচনে ভোট গণনা নিয়ে হট্টগোল ও মারধরের ঘটনায় করা মামলায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে পাঁচজনকে তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছে। তবে, প্রধান আসামি নাহিদ সুলতানাকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। নাহিদ সুলতানা যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের স্ত্রী। পুলিশের রমনা অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার আখতারুজ্জামান বলেন, নাহিদ সুলতানার বাসায় একাধিকবার অভিযান চালালেও তাকে পাওয়া যায়নি। পুলিশ তাকে খুঁজছে। তবে মামলার দুই নম্বর আসামি আইনজীবী রুহুল কুদ্দুস কাজলকে শনিবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে সম্পাদক পদে প্রার্থী ছিলেন। হট্টগোল ও মারধরের ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে স্বতন্ত্র প্রার্থী নাহিদ সুলতানাকে প্রধান আসামি করে ২০ জনের নামে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন সহকারি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান চৌধুরী সাইফ।