সুপ্রিম কোর্টের নির্বাচন পণ্ড করতেই আদালতে বিএনপির হামলা : কাদের
- আপডেট সময় : ১০:৪৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
- / ১৬০৮ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সুপ্রিম কোর্টের নির্বাচন পণ্ড করতেই আদালতে হামলা চালিয়েছে বিএনপি।
আর দলের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তত্ত্বাবধায়ক ইস্যুতে বিএনপির সঙ্গে সংলাপের প্রশ্নই ওঠে না। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভার আয়োজন করে আওয়ামী লীগ। এতে অংশ নেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের কেন্দ্রীয়, সহযোগী সংগঠন ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের শীর্ষ নেতারা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ভোট চুরির মহারাজা বিএনপি।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ব্যালট চুরি করতে ব্যর্থ হয়ে হামলা করেছে বিএনপি।
চক্রান্ত শুরু হয়েছে জানিয়ে, নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার নির্দেশনা দেন ওবায়দুল কাদের। এদিকে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।
একাদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনের বিপরীতে বিএনপি ৯০০ নমিনেশন বিক্রি করেছিল বলে মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।