সুপ্রিম কোর্টের রায়ে পুনর্বহাল পাকিস্তান পার্লামেন্ট, অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি কাল
- আপডেট সময় : ০৩:৫৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
পার্লামেন্ট পুনর্বহাল করতে সুপ্রিম কোর্টের রায়ের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, দেশের জন্য তিনি শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। গতরাতে এক টুইটে ইমরান বলেন, আজ সন্ধ্যায় তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
এর আগে, মন্ত্রিসভার জরুরি বৈঠকও ডেকেছেন ইমরান খান। এই সঙ্গে তিনি নিজ দল পাকিস্তান তেহরিক–ই ইনসাফ- পিটিআই’র পার্লামেন্টারি কমিটির সদস্যদের সঙ্গেও পৃথক বৈঠক করবেন। গতরাতে এক রায়ে পাকিস্তানের পার্লামেন্ট পুনর্বহালের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এখন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের ওপরও ভোটাভুটি হবে। এজন্য আগামীকাল শনিবার দিন ধার্য করেছে সর্বোচ্চ আদালত। চার দিনের শুনানি শেষে প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বৃহত্তর বেঞ্চ সর্বসম্মতভাবে এ রায় দেন। শনিবার সকাল ১০টায় পার্লামেন্টের নিম্নকক্ষ- জাতীয় পরিষদের অধিবেশন বসবে জানিয়ে সর্বোচ্চ আদালত বলেছে, অনাস্থা প্রস্তাবের সুরাহা না করে অধিবেশন আর মূলতবি করা যাবে না।