সুবিধাবঞ্চিতদের মাঝে স্যানিটারি প্যাড বিতরণ করলো জেসিআই ঢাকা আপটাউন
- আপডেট সময় : ১১:১৮:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
- / ১৬৭৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : স্বেচ্ছাসেবী সংগঠন জেসিআই ঢাকা আপটাউনের পক্ষ থেকে মিরপুরের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে স্যানেটারী প্যাড বিতরণ ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত সচেতনতা মূলক কর্মশালা সম্পন্ন করা হয়। এই প্রকল্পটির নাম দেওয়া হয় ‘কোমল’। এই প্রকল্পটি জেসিআই ঢাকা আপটাউনের মাধ্যমে ২০২১ সালে মিসেস রাইসা নাসের খান যখন মেম্বার ছিলেন তখন উদ্বোধন করে ঢাকায়। পরের বছর ২০২২ সালে সহ সভাপতি হয়ে ঢাকার বস্তি গুলোতে বিতরণ করেন।
২০২৩ সালে সভাপতি মিসেস রাইসা নাসের খান এবং বোর্ডের নির্বাহী সহ সভাপতি হাসিন বিন হানিফ, সহ সভাপতি রায়হান উদ্দীন ও ফাইজুন্নুর আখন, কোষাধ্যক্ষ মাশিয়াত নূর এই প্রকল্প চালু করেন। চাঁদপুর জেলার মহিলাদের মধ্যে স্যানিটারি প্যাড বিতরণ করা হয়েছে। সভাপতি রাইসা নাসের খান প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ৩ মাস পর পর তাদের স্যানিটারি প্যাড পৌছিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবেন এবং যে কোন ধরনের নারী সম্পর্কিত চিকিৎসা বিনা মূল্যে করে দিবেন।
চলতি বছরের তৃতীয় মাসের মধ্যে স্যানিটারি প্যাড বিতরণের জন্য ২টি জেলা সম্প্রতি পৌঁছে গিয়েছে। আরও ৪টি জেলাতে এই প্রকল্পটি পরিপূর্ণ করার পরিকল্পনা করা হয়েছিল। ঋতুস্রাব সংক্রান্ত স্বাস্থ্যবিধি কর্মশালা গুলি সুবিধা বঞ্চিত নারীদের মাসিক স্বাস্থ্য সংক্রান্ত অন্তর্দৃষ্টি সম্পর্কে অবগত করার জন্য অনুষ্ঠিত হয়েছে। সুপরিচিত এবং জনপ্রিয় কোম্পানি গ্ল্যামশো হলো এই প্রকল্পের টাইটেল স্পন্সর যারা এই প্রকল্পের জন্য সর্বাধিক অনুদান দিয়ে প্রকল্পটিকে সমর্থন করছে।
গ্ল্যামশোর প্রতিষ্ঠাতা মিসেস রাইসা নাসের খান ‘দ্য হেল্প প্রজেক্ট’-এর কমিউনিটি প্রতিষ্ঠাতা হিসেবে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল ঢাকা আপটাউনের সাথে জাতিসংঘ কর্তৃক নির্ধারিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করছেন। সার্বিকভাবে তারা ২০২১ সালের মার্চ মাস থেকে এই প্রকল্পটি শুরু করার ইচ্ছা পোষণ করেছেন। গবেষণা দল জেসিআই ঢাকা আপটাউনের কমিটির চেয়ারপারসনদের সাথে (স্থানীয় সভাপতি রাইসা নাসের খান, সহ-সভাপতি মোহাম্মদ রায়হান উদ্দিন ও ফাইজুন্নুর আখন, কোষাধ্যক্ষ মাশিয়াত নূর, সাধারণ সদস্য দেওয়ান মাহমুদ জয়) জেসিআই ঢাকা আপটাউন অধ্যায়ের সাধারণ সদস্যরা।
এই ধারণা সম্পর্কে গবেষণা ও বিকাশের একটি বিস্তৃত সুযোগ তৈরি করেছে যা নারী স্বাস্থ্যবিধি এবং এর সচেতনতা সম্পর্কে আমাদের জ্ঞানের পরিধিকে প্রশস্ত করেছে। জে সি আই ঢাকা আপটাউন সবসময় লিঙ্গ সমতা, শিক্ষার মান এবং জাতিসংঘ কর্তৃক নির্ধারিত অন্যান্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা প্রচার করে আসছে। তারা সকলের জন্য সমতা ও ন্যায়বিচারে বিশ্বাসী।
আজকের প্রজন্মে, লোকেরা এমন তরুণ এবং গতিশীল মহিলাদেরকে লিঙ্গ বৈষম্য নিয়ে ব্যতিক্রমী ক্ষেত্রে কাজ করতে দেখেছে, দুর্বল শিক্ষা ইত্যাদি। যদি একজন নারী হয়রানি বা অন্য কোনো বিষয়ে ন্যায়বিচার পান তাহলে একজন পুরুষ বা এমনকি একজন হিজড়াও ন্যায়বিচার পাওয়ার যোগ্য। এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করার জন্য মানুষের একটি ধারাবাহিক দৃষ্টিভঙ্গি রয়েছে যা দেশে সমাধান করা দরকার। আজ এ ধরনের মামলার জন্য জনগণ এগিয়ে না এলে কে করবে?
সম্প্রতি এই প্রকল্পটি ২০২৩ সালের আগষ্ট মাসের ২৯ তারিখে মিরপুর কালশীতে পুষ্পকলি স্কুলের ১০০ জন ছাত্রীর মধ্যে স্যানিটারি প্যাড বিতরণ করা হয়েছে। এই বিতরণ কালে উপস্থিত ছিলেন জে সি আই ঢাকা আপটাউনের প্রেসিডেন্ট রাইসা নাসের খান এবং সাথে ছিলেন তার ফার্স্ট জেন্টেলম্যান শামস মো. এনাম, সহ-সভাপতি মোহাম্মদ ফাইজুন্নুর আখন, কমিটি চেয়ারপারসন তাজরিয়ান রেজিয়া কবির, কমিটির সাধারণ সদস্য ফজলে রাব্বী তুলন।
প্রত্যেককে সচেতন করার লক্ষ্যে মহিলা স্বাস্থ্যবিধি, গর্ভনিরোধ, প্রাথমিক গর্ভধারণ ইত্যাদি বিষয়ে অনলাইন এবং অফলাইন কর্মশালা করার জন্য পরিকল্পনা চলছে। বিভিন্ন সেক্টরের অনেকেই সক্রিয়ভাবে কাজ করছেন এবং এই প্রকল্পে এগিয়ে আসছেন। সকল অবদানকারী যারা এই প্রকল্পের জন্য এগিয়ে এসেছেন তাদের কৃতজ্ঞতা। তারা একসাথে বিশ্বাস করে, তারা একটি ভালো ভবিষ্যৎ এর জন্য পরিবর্তন করতে পারে।