সুরকার ও সংগীত পরিচালক আলী হোসেন ইন্তেকাল করেছেন
- আপডেট সময় : ০৯:০১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
খ্যাতিমান সুরকার ও সংগীত পরিচালক আলী হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বোস্টনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি লাঙ ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
১৯৪০ সালের ২৩ মার্চ কুমিল্লায় আলী হোসেনের জন্ম। অসংখ্য সিনেমার সংগীত পরিচালনা করেছেন তিনি। হলুদ বাটো মেন্দি বাটো, অশ্রু দিয়ে লেখা এ গান যেন ভুলে যেও না, আরে ও প্রাণের রাজা তুমি যে আমার, এ আকাশকে সাক্ষী রেখে এ বাতাসকে সাক্ষী রেখে’ ‘কত যে তোমাকে বেসেছি ভালো’র মতো কালজয়ী অনেক গান করে গেছেন তিনি। ১৯৬৬ সালে ‘ডাক বাবু’ চলচ্চিত্রে আলী হোসেনের সুর-সংগীতে শাহনাজ রহমত উল্লাহ গেয়েছিলেন ‘হলুদ বাটো মেন্দি বাটো,বাটো ফুলের মৌ’ গানটি । একই চলচ্চিত্রে গান করেন সৈয়দ আব্দুল হাদীও। আলী হোসেনের গানের মাধ্যমেই শাহনাজ রহমত উল্লাহ এবং সৈয়দ আব্দুল হাদীর অভিষেক ঘটে সিনেমার গানে। তার মৃত্যুতে শোক জানিয়েছে মিউজিক কম্পোজার্স সোসাইটি বাংলাদেশ- এমসিএসবি। কাল বৃহস্পতিবার বাদ যোহর বোসটনের একটি কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।