সুশাসন নিশ্চিতে দক্ষ-জবাবদিহিতামূলক প্রশাসন গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুশাসন নিশ্চিত করতে একটি দক্ষ সেবামূখী ও জবাবদিহিতামূলক প্রশাসন গড়ে তুলতে হবে। সরকার প্রধান বলেন, স্বাধীনতাকে আরো অর্থবহ করতে প্রজাতন্ত্রের সব কর্মচারীকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। বুধবার সকালে সচিবদের সভায় তিনি আরো বলেন, চলমান উন্নয়ন অগ্রগতি যাতে আগামিতেও অব্যাহত থাকে, সেজন্য স্বল্প ও দীর্ঘমেয়াদিসহ বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার।
দীর্ঘদিন পর সচিবদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে রাজধানীতে জাতীয় অর্থনৈতিক পরিষদ-এনইসির সম্মেলন কক্ষে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন তিনি।
সচিবদের উদ্দেশ্যে সরকার প্রধান বলেন, সবার আগে সুশাসন নিশ্চিত করতে হবে। কোন রকম দূর্নীতিকে ছাড় দেয়া হবে না।
প্রধানমন্ত্রী বলেন, লাখো শহীদের রক্তে অর্জিত স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে সরকার অঙ্গীকারাবদ্ধ।
করোনা মোকাবিলায় চাহিদা অনুযায়ী পর্যাপ্ত টিকা কেনা হবে এবং শিক্ষাসহ সব খাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
অর্থনৈতিক উর্ধগতি ধরে রাখতে, চলতি উন্নয়ন প্রকল্পগুলো যেন যথাযথভাবে বাস্তবায়ন হয় সেদিকে সংশ্লিষ্ট সবাইকে নজর রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।