সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের সহায়তা প্রয়োজন : কাজী হাবিবুল আউয়াল
- আপডেট সময় : ০৮:০২:২২ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
- / ১৮৭৯ বার পড়া হয়েছে
সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের সহায়তা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সকালে নির্বাচন ভবনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত সভায় তিনি জানান, ভোট অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। রুদ্ধদ্বার বৈঠক শেষে, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, মাঠ পর্যায়ে যেকোনো সংকট দূর করতে প্রস্তুত কমিশন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে নভেম্বরে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রাক নির্বাচনী প্রস্তুতি হিসেবে নানা কর্মসূচি হাতে নিয়েছে নির্বাচন কমিশন।
এরই ধারাবাহিকতায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে নির্বাচন কমিশন। ৬৪ জেলা ও ১০টি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সভায় অংশ নেন।
সভার শুরুতে স্বাগত বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সবার সহযোগিতা ছাড়া অংশগ্রহণমূলক ভোট করা সম্ভব নয়।
দদু’ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠকের পর, সভার সিদ্ধান্ত সাংবাদিকদের জানান নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব।
কয়েক জেলায় প্রশাসনিক সংকট থাকার কথা তুলে ধরে অশোক কুমার দেবনাথ বলেন, নির্বাচন সুষ্ঠু করতে কমিশনের সহযোগিতা অব্যাহত থাকবে।