সুষ্ঠু ব্যবস্থাপনা ও সংরক্ষনের অভাবে চরম ঝুঁকিতে রয়েল বেঙ্গল টাইগার
- আপডেট সময় : ০১:৪৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
সুষ্ঠু ব্যবস্থাপনা ও সংরক্ষনের অভাবে চরম ঝুঁকিতে পড়েছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার। গত তিন দশকে চোরাশিকারীদের জালে, প্রাকৃতিক দুর্যোগ ও মানুষের গনপিটুনিতে মারা পড়েছে ৭০টি বাঘ। এই অবস্থা চলতে থাকলে সুন্দরবনের বাঘ ক্রমান্বয়ে বিলুপ্ত হয়ে যাবে বলে আশংকা করেছেন পরিবেশ বিশেষজ্ঞরা।
পৃথিবীতে বাঘ রয়েছে এমন ১৩টি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। রয়েল বেঙ্গল টাইগারের প্রধান আবাসস্থল সুন্দরবন। তবে, তাদের রক্ষায় আজ পর্যন্ত তেমন কোনো কার্যকর উদ্যোগ না থাকায় বাঘের মৃত্যু আশংকাজনক হারে বেড়ে গেছে। গত তিন দশকে মারা পড়েছে ৭০টি বাঘ। মাত্র সাড়ে পাঁচ মাসের ব্যবধানে দুটি বাঘের মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ।
গবেষকরা বলছেন, বাঘের মৃত্যুর কারণ গুলো নিশ্চিত হতে হবে। এ ক্ষেত্রে তাদের আবাসন, খাদ্য ও রোগ নিয়ে গবেষণা বাড়াতে হবে।
বণপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগ বলছে, বাঘের জীবনাচরন ও খাদ্যাভাস বিশ্লেষনের মাধ্যমে কার্যকর উদ্যোগ নেয়া জরুরি।
সিংক: ২ নির্মল কুমার পাল, বিভাগীয় বন কর্মকর্তা, বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, বন অধিদপ্তর, খুলনা। বাঘ সংরক্ষণে বনের পাশে থাকা জনগণকে সচেতন ও পুনর্বাসনের পাশাপাশি জীববৈচিত্র রক্ষায় সমন্বিত উদ্যোগের কথা জানান, খুলনা বন বিভাগের এই কর্মকর্তা।
২০১৮ সালে সুন্দরবনে বাঘ ছিল ১১৪টি। সম্প্রতি, এক গবেষনার বরাৎ দিয়ে বন বিভাগ জানিয়েছে সুন্দরবনে বাঘের ধারণ ক্ষমতা রয়েছে ১৬৪টি।