সুস্থ হয়ে উঠছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান
- আপডেট সময় : ০৮:৪০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
বন্দুকধারীর হামলায় আহত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান হাসপাতালে সুস্থ হয়ে উঠছেন। গতকাল ইসলামাবাদ অভিমুখী লংমার্চে ইমরানকে গুলি করা হয়। এতে ১০ আহত ও একজন নিহত হন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন ইমরান খান এই হামলার জন্য পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং গোয়েন্দা বিভাগের প্রধানকে দায়ি করেছেন।
ইমরানের দাবি, দেশের শীর্ষ পদগুলো থেকে তাদের প্রত্যাহার করা হোক। এদিকে আজ জুমার নামাজের পর পাকিস্তানজুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন পিটিআই নেতা আসাদ উমর।
বলেন, হামলা করা হবে এমন তথ্য তাদের কাছে আগেই ছিল। এ হামলার ঘটনায় গভীর উদ্বেগ এবং নিন্দা প্রকাশ করছেন বিশ্ব নেতারা। যুক্তরাষ্ট্র বলেছে, রাজনীতিতে সহিংসতার কোনো স্থান নেই। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সামাজিক কাঠামোয় রাজনৈতিক সহিংসতা গ্রহণযোগ্য নয়।
এদিকে, হামলার প্রতিবাদে রাত থেকেই পেশোয়ার ও রাওয়াল পিন্ডিসহ পাকিস্তানের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন সমর্থকরা। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ছোঁড়ে পুলিশ। বন্দর নগরী করাচি এবং বেলুচিস্তানের কোয়েটাতেও বিক্ষোভ হয়েছে।